অত্যন্ত প্রতিভাসম্পন্ন শামীম রফিকের কবিতার হাতেখড়ি ক্লাস টুতে। সে সময় ‘টুনটুনি’ নামক কবিতা লিখে তিনি সাড়া ফেলে দেন। কিন্তু এ বিষয়টাকে সুদৃষ্টিতে দেখেননি তার পরিবার। তিনি কবি বা লেখক হবেন এটা ছিল পরিবারের গুরুতর আপত্তির বিষয়। আজও পরিবারের সেই কঠোর প্রতিবন্ধকতা অব্যাহত রয়েছে। পারিবারিক কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে তার কাব্যযাত্রা এবং আজকের এই অবস্থান। তিনি ভণিতা করেন না। তিনি কবিতা লেখেন এবং সরাসরি বলেন। লেখায় ও যাপিত জীবনে সব জটিলতা এড়িয়ে চলতে পছন্দ করেন; কিন্তু আপস করেন না। প্রচারবিমুখ ও অত্যন্ত মেধাবী এই কবি বারবার নিজের মুখোমুখি হয়ে কবিতার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং বারবার সমস্ত সীমাবদ্ধতা ছাড়িয়েও যান। জীবন-জীবিকায় বাস্তবতাবিদ্ধ কুহেলিকা সত্ত্বেও শামীম রফিক শুধু কবিতাই লেখেননি, কবিতায় তিনি বিচিত্রতাও সৃষ্টি করেছেন। একের পর এক নতুনত্ব নিয়ে হাজির হয়েছেন। তিনি গদ্যে কবিতা লিখেছেন, পদ্যে কবিতা লিখেছেন, লিরিক কবিতা লিখেছেন, ছন্দে কবিতা লিখেছেন, দীর্ঘ কবিতা লিখেছেন, টানা দীর্ঘ গদ্য কবিতা লিখেছেন, সনেট লিখেছেন, ভিলানেল লিখেছেন, হাইকু লিখেছেন, বৃষ্টি বিষয়ক কবিতা লিখেছেন, কুয়াশা বিষয়ক কবিতা লিখেছেন এবং অন্যান্য বিষয়ভিত্তিক কবিতা লিখেছেন। বিষয় ও বৈচিত্র্যে এত বিচিত্র সমাহার এক কবির মধ্যে আর দেখা যায় না। তিনি কবিতা নিয়ে গবেষণা করেন প্রতিনিয়ত। তার কবিতার শব্দে রয়েছে যেমন দেশি-বিদেশি বিচিত্র শব্দভান্ডার, ভাষায়ও রয়েছে নানান বিচিত্রতা। অত্যন্ত পরিশ্রমী শামীম রফিক সীমিত শব্দের বহুবিধ ব্যবহারে বিশ্বাসী নন, তিনি কবিতার বহুবিধ বিচিত্রতা সৃষ্টিতে বিশ্বাসী ও পটু। তার রয়েছে শব্দের বিচিত্র ও সীমাহীন ভান্ডার। সমকালীনে থেকেও তিনি যতটা অতীতে বিচরণ করেন, ঠিক ততটাই ভবিষ্যতে ঘুরে বেড়ান শিল্পের দ্বৈরথে চড়ে। তার স্বপ্ন ও সৃষ্টিতে যতটা বাস্তবতা ও আধুনিকতা বিদ্যমান, ঐতিহ্য নির্মাণেও তিনি বদ্ধপরিকর। তিনি কবিতায় অকারণ জটিলতা সৃষ্টি করেন না, বরং জটিলতা এড়িয়ে পাঠকমুগ্ধতা তার আরাধ্য ও আধার। তার কাব্যভুবনে একবার প্রবেশ করলে তা থেকে বেরিয়ে আসা অনেকটাই কঠিন। তিনি নানান সৃষ্টিশীলতায় সদামগ্ন। সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে সামনে এগিয়ে চলার পথে তিনি একনিষ্ঠ ও নির্ভীক।
এই সংগ্রহে পনেরোটি কাব্যগ্রন্থ মিলেমিশে তার বিচিত্র ও নানামুখী কাব্যপথ পরিক্রমাকে করেছে বিপুল, বৈচিত্র্যমণ্ডিত ও পরিশীলিত। কবি তার লেখনীতে বিষণ্নতা ধারণ করলেও হতাশায় হারিয়ে যান না। পরিশেষে এসে তার কবিতা হয়ে ওঠে সব জীবনের স্মারক। পাঠকমুগ্ধতাই এ প্রচেষ্টার একান্ত আরাধ্য।
Book Name : | কবিতা সংগ্রহ ১ |
Authors : | শামীম রফিক |
Publisher: | Inhouse book |
Edition: | 1st Edition February 2025 |
ISBN Number: | 978-984-99841-7-7 |
Total Page | 0 |
নব্বইয়ের অত্যন্ত পরিশ্রমী, মেধাবি, নান্দনিক, ছান্দসিক, রোমান্টিক, ক্ষুধা, মৃত্যুতাড়িত ও বিষণ্ণতার কবি শামীম রফিক। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার আছিম এলাকায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ‘অরণ্য’ নামক একটি মুক্তকাগজ সম্পাদনা করে আসছেন সেই ১৯৯৭ সাল থেকে।