একাত্তরের অব্যবহিত পরে জন্ম নেওয়া পিতৃপরিচয়হীন একটি যুদ্ধশিশুর বিরূপ সমাজব্যবস্থায় মনস্তাত্ত্বিক ঘাত—প্রতিঘাতে বেড়ে ওঠা দিয়ে উপন্যাসের শুরু। যার মা বিরূপ পরিবেশের সাথে যুদ্ধে পরাজিত হয়ে স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছে উদ্বন্ধনে। তার জন্ম থেকে বড় হয়ে ওঠার পুরো সময়কাল শুধু নিগৃহীত হওয়ার বিবর্ণ ঘটনায় ভরপুর। সে কখনো রুখে দাঁড়াতে, প্রতিরোধ করতে কিংবা প্রতিকার চাইতে শেখেনি। নির্যাতন এবং বঞ্চনাকে সে ললাটলিখনের মতো অমোঘ বলে মেনে নিয়েছে।
কিন্তু সহ্যশক্তির পরীক্ষায় সে—ও একদিন হেরে যায়। বাঁচার রাস্তা খেঁাজে; নিজের ভিতর অন্তত নিগৃহীত হওয়ার কারণ খুঁজতে গিয়ে বুঝতে পারে পিতৃপরিচয়হীন বলেই সে বর্তমান অবস্থার শিকার।
পুরো উপন্যাসে এই যুদ্ধশিশুর সমান্তরালে বিন্যস্ত হয়ে উঠেছে মধ্যযুগের কবি শুকুর মামুদের ‘গুপিচন্দ্রের সন্ন্যাস’ আখ্যানটি।
গুপিচন্দ্রের পিতৃপরিচয় জানার আকুলতার সঙ্গে মিশে যায় একাত্তরের যুদ্ধশিশুর আকুলতা ও দীর্ঘশ^াস।
প্যারালাল টেক্সট—এর প্রকরণে নির্মিত এই উপন্যাস বাংলা কথাসাহিত্য সম্পর্কে পাঠককে নতুনভাবে আশাবাদী হয়ে উঠতে উদ্বুদ্ধ করেছে।
Book Name : | কুরসিনামা |
Authors : | জাকির তালুকদার |
Publisher: | Inhouse book |
Edition: | 1st Edition, February 2019 |
ISBN Number: | 978-984-93599-8-2 |
Total Page | 112 |
জাকির তালুকদার জন্ম : নাটোর। ২০ জানুয়ারি ১৯৬৫ পিতা : জহিরউদ্দিন তালুকদার মাতা : রোকেয়া বেগম শিক্ষা : এমবিবিএস উচ্চতর শিক্ষা : স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা পেশা : চিকিৎসক উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ : গল্প : স্বপ্নযাত্রা কিংবা উদ্বাস্তুপুরাণ (১৯৯৭) বিশ্বাসের আগুন (২০০০) উপন্যাস : মুসলমানমঙ্গল (২০০৯) পিতৃগণ (২০১১) পুরস্কার ও সম্মাননা : কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার—২০১৪ কাগজ কথাসাহিত্য পুরস্কার—২০০১ জেমকন সাহিত্য পুরস্কার—২০১২ আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার—২০১৩ রফিক—উল—ইসলাম স্মৃতি খোঁজ সাহিত্য পুরস্কার—২০১৫ (পশ্চিমবঙ্গ, ভারত)