ধর্মের নিরিখে দেশভাগ হলেও একই ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও হিন্দু ঘটি-বাঙাল এবং মুসলিম বাঙালি-অবাঙালি, বলতে গেলে আজও পর্যন্ত অন্তরের আত্মীয় হয়ে উঠতে পারেনি। উভয় দেশেই একদা দেশভাগচর্চায় ঝুঁকি ছিল। দেশভাগের পেছনে সাধারণ্যে অদৃশ্য এমন কিছু নির্মম সত্য, রূঢ় বাস্তবতা আছে যেগুলো সামনে টেনে আনলে নতুন করে আবার সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেবার সম্ভাবনা ঘনীভূত হয়ে উঠতে পারে। সে কারণে দেশভাগ নিয়ে নিরপেক্ষ কিংবা নিরেট সৎ ও সত্য সাহিত্য সৃষ্টি হওয়া কঠিন, হয়ওনি বলে মনে করেন গবেষক-বিশ্লেষকরা। এই ভয় কিংবা সাবধানতা থেকেই কবি-লেখকরা দেশভাগ নিয়ে কবিতা-গল্প-উপন্যাস লিখতে গিয়ে কৌশলী ভূমিকা নিয়ে থাকেন, মধ্য কিংবা নরমপন্থা অবলম্বন করেন। সংকট যাতে ঘনীভূত না হয়ে উঠতে পারে কাহিনি সেইভাবে সাজিয়ে থাকেন। সমাপ্তিপর্বে এসে ঘটনা বা বিষয়বস্তুকে সাম্প্রদায়িক সম্প্রীতির চাদরে মুড়ে দেবার চেষ্টা করেন। এই কারণে দেশভাগ বিষয়ক সাহিত্যে স্মৃতিমেদূরতা, অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম, উদ্বাস্তুজীবনের দুর্দশা নির্মমতার কথা যতটা আছে, দেশভাগের চূড়ান্ত কারণ- সাম্প্রদায়িকতা, দাঙ্গা ও দাঙ্গাসংশ্লিষ্ট উৎপীড়নের কথা সেই তুলনায় খুব সামান্যই আছে, কোথাও কোথাও প্রায় নেই চললেও চলে। এই না-থাকাটা শান্তি ও সহাবস্থানের জন্য মঙ্গলজনক।
Book Name : | বাংলা সাহিত্যে দেশভাগ কতিপয় প্রসঙ্গ |
Authors : | বিভূতিভূষণ মণ্ডল |
Publisher: | Inhouse book |
Edition: | 1st Edition, February 2024 |
ISBN Number: | 978-984-98112-6-8 |
Total Page | 208 |
বিভূতিভূষণ মণ্ডল জন্ম ১৯৭৬ বড় সন্ন্যাসী, রামপাল, বাগেরহাট ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর কলেজ শিক্ষক প্রকাশিত বই : গানের পথিক (২০০৫) সুন্দরবনের গান (২০১০) বাংলা কবিতায় সুন্দরবন (২০১১) প্রসঙ্গ : রবীন্দ্র—নজরুল ও অন্যান্য প্রবন্ধ (২০১৫) ভাঙাবাংলার পদাবলী (২০২০) কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ও সদ্ভাবশতক (যৌথ সম্পাদনা, ২০১১) অজিতকুমার নাগ : স্বাধীনতা সংগ্রামে খুলনা (সম্পাদনা, ২০২১) গণমাধ্যমে জাতীয় শোকদিবস (যৌথ সম্পাদনা, ২০২১) ভালোবাসার অশ্রম্নবিন্দু প্রফেসর মোঃ বজলুল করিম স্মারকগ্রন্থ (যৌথ সম্পাদনা, ২০২১) ইতিহাস ও ঐতিহ্যে খুলনার দৌলতপুর (যৌথ সম্পাদনা, ২০০৩)