শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু ঘটেছিল রবীন্দ্র্রনাথের আলোয় আলোয়। তবু বাঙালি পাঠকের হৃদয় তিনি জয় করে নিয়েছিলেন স্বমহিমায়। কথাসাহিত্যে এনেছিলেন অভূতপূর্ব জোয়ার। পাঠক-জনপ্রিয়তায় রবীন্দ্রজ্যোতি শরৎচন্দ্রিকার তুলনায় অনেকখানিই ম্লান- এমনটা লিখেছেন স্বয়ং ড. সুকুমার সেন। ১৯২০ সালে প্রকাশিত গৃহদাহও কুন্তলীন পুরস্কারজয়ী শরৎবাবুর এমনই পাঠকপ্রিয় এক উপন্যাস।
.
আমাদের চিরায়ত সিরিজে লেখকের প্রকাশিত অন্যান্য বই হলো- ‘শ্রীকান্ত’, ‘পথের দাবী’, ‘চরিত্রহীন’,‘দেবদাস’, ‘দত্তা’।
.
শরৎচন্দ্রের প্রতিটি রচনার উপজীব্য বাংলার মধ্যবিত্ত শ্রেণির নারী-পুরুষের জীবন। প্রেক্ষাপটে এসেছে বাংলার তৎকালীন আধা সামন্ততান্ত্রিক ও আধা পুঁজিবাদী সমাজের নানা টানাপোড়েন। এসেছে গ্রামীণ জীবনের অচলায়তন, শহরের আপাত মুক্ত যাপিত জীবন। এসেছে দুয়ের প্রবল দ্বন্দ্ব-সংঘাত। তাঁর সৃষ্ট চরিত্রদের পশ্চাতেও মহাকালের ন্যায় ক্রিয়াশীল এই দ্বন্দ্ব-সংঘাত। অচলাকে কেন্দ্র করে নির্মিত গৃহদাহও তার ব্যতিক্রম নয়। শরৎচন্দ্রের গল্পে হৃদয়াবেগ গাঢ় হয়ে সংবেদনশীল পাঠকের অন্তরের গভীরে বসত গড়ে। কংগ্রেসি অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে অসাম্প্রদায়িক মানবতাবাদী যে জীবনশিল্পী কাগজ-কলম তুলে রাখবেন বহু বছর তাঁর কলমে তো মহিম-অচলা-সুরেশের ত্রিভূজপ্রেম স্বামীনিষ্ঠাতেই গন্তব্য খুঁজে পাওয়ার কথা! পেয়েছেও তাই।
Book Name : | গৃহদাহ |
Authors : | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Publisher: | Inhouse book |
Edition: | 1st Edition, July 2024 |
ISBN Number: | 978-984-97729-3-8 |
Total Page | 256 |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৫ সেপ্টেম্বর ১৮৭৬ সালে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্ম। তাঁর বাল্য—কৈশোর কাটে ভাগলপুরে। শরৎচন্দ্র এফ.এ. পরীক্ষা দিতে পারেননি। তাঁর বিধিমত লেখাপড়া এখানেই শেষ। ভারতবর্ষের নানাস্থানে তিনি ঘুরেছেন, ভাগ্যান্বেষণে তিনি ব্রহ্মদেশে যান এবং বারো—তেরো বৎসর রেঙ্গুনে কেরানিগিরি করেন। ১৩১৪ বঙ্গাব্দে—বৈশাখ আষাঢ় সংখ্যার ভারতীতে ‘বড়দিদি’ নামক গল্প প্রকাশিত হবার পর তিনি রসিক জনের দৃষ্টি আকর্ষণ করেন। অল্পদিনের মধ্যেই তিনি পাঠক সমাজে সুপরিচিত হন। শরৎচন্দ্র মূলত ঔপন্যাসিক, যদিও কয়েকটি ছোটগল্প এবং বেশ কিছু সংখ্যক প্রবন্ধও তিনি রচনা করেছেন। তাঁর প্রথম মুদ্রিত গ্রন্থ বড়দিদি (১৯১৩)। অন্যান্য গ্রন্থগুলির মধ্যে বিরাজ বৌ (১৯১৪), বিন্দুর ছেলে (১৯১৪), পরিণীতা (১৯১৪), পণ্ডিতমশাই (১৯১৪), মেজদিদি (১৯১৫), পল্লীসমাজ (১৯১৬), শ্রীকান্ত (১ম খণ্ড ১৯১৭, ২য় খণ্ড ১৯১৮, ৩য় খণ্ড ১৯২৭, ৪র্থ খণ্ড ১৯৩৩), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), গৃহদাহ (১৯২০), পথের দাবী, শেষপ্রশ্ন (১৯৩১) প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। তাঁর প্রায় প্রত্যেকটি গ্রন্থই অসামান্য জনপ্রিয়। প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যে তিনি সর্বাপেক্ষা জনপ্রিয় লেখক। ১৬ জানুয়ারি ১৯৩৮ সালে তিনি মৃত্যুবরণ করেন।